Surprise Me!

পুঁজিবাজারের ফুটবলে সেমিফাইনালে সিএমজেএফ || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ফুটবল কাপ’ টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টিস ফোরাম (সিএমজেএফ)। সিএমজেএফের পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত করেছে স্টক অ্যান্ড বন্ড এবং ইউনাইটেড সিকিউরিটিজ।<br /><br />আগামী সোমবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং মিডওয়ে সিকিউরিটিজের মধ্যে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। একইদিন সেমিফাইনালের দুটি খেলা এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।<br /><br />সেমিফাইনালে সিএমজেএফের মুখোমুখি হবে ইউনাইটেড সিকিউরিটিজ। আর ডিএসই এবং মিডওয়ে সিকিউরিটিজের মধ্যকার খেলায় বিজয়ী দল মুখোমুখি হবে স্টক অ্যান্ড বন্ডের।<br /><br />কোয়ার্টার ফাইনালে সিএমজেএফের প্রতিদ্বন্দ্বী ছিল ব্র্যাক ইপিএল। এক পেশে এ খেলায় ৬-১ গোলে জয় পায় সিএমজেএফ। সিএমজেএফের স্ট্রাইকার সাদনাম সাকিব একাই করেন ৪টি গোল। অপর দুই গোল করেন সাঈদ শিপন ও সাদ্দাম হোসেন ইমরান।<br /><br />কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও টুর্নামেন্টের বাকি তিনটি ম্যাচে দুর্দান্ত খেলেন সিএমজেএফের মনিরুজ্জামান উজ্জ্বল। ফলে গ্যালারি থেকে দর্শকরা সবচেয়ে বেশিবার উচ্চারণ করেছে এই ফুটবলারের নাম।<br /><br />গ্রুপ পর্বের প্রথম খেলায় সিএমজেএফ ৪-০ গোলে পরাজিত করে মার্কেন্টাইল সিকিউরিটিজকে। ওই ম্যাচে মনিরুজ্জামান উজ্জ্বল ২টি গোল করেন। বাকি গোল দুটি করেন সাকিব। দ্বিতীয় ম্যাচে উজ্জ্বলের একমাত্র গোলে ১-০ গোলে শান্তা সিকিউরিটিজকে পরাজিত করে সিএমজেএফ। তৃতীয় ম্যাচে ডিএসইর বিরুদ্ধে ২-০ গোলের জয় পায় সিএমজেএফ। এ ম্যাচের গোল দুটিও করেন তিনি।<br /><br />খেলা শেষে সিএমজেএফের অধিনায়ক হাসান ইমাম রুবেল বলেন, আমি খুশি। সবাই তার কাঙ্ক্ষিত খেলা উপহার দিয়েছে। তাই বড় ব্যবধানে আমরা জয়ী। তবে আরও এগিয়ে যেতে চাই। সামনে আরও ভালো খেলতে চাই।<br /><br />সিএমজেএফের খেলোয়াড়রা হলেন- হাসান ইমাম রুবেল (চ্যানেল টোয়েন্টিফোর), রাজু আহমেদ (গাজী টিভি), মনিরুজ্জামান উজ্জ্বল (জাগো নিউজ), আহসান হাবিব রাসেল (ডেইলি স্টার), সাদ্দাম হোসেন ইমরান (যুগান্তর), শফিকুল ইসলাম (জাগো নিউজ), জিয়াদুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), সাকিব সাদমান (চ্যানেল টোয়েন্টিফোর) ও সাঈদ শিপন (জাগো নিউজ)।<br /><br />সিএমজেএফের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পালন করছেন টিম ম্যা

Buy Now on CodeCanyon